রাবি প্রতিনিধিঃ
মোটা ৯টি অনুষদ মিলিয়ে ৬০ আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শরু হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড.এম.এ.বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার থেকে ক্লাস শুরু হওয়ার বিষটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এম.এ. বারী জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারী থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সবগুলো ইউনিট মিলিয়ে ৬০টির মত আসন ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিলো।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily