২৫ জামায়াত প্রার্থী বৈধ

অনলাইনঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর মনোনয়ন বহাল রেখেছে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার কমিশনের সভায় তাদের প্রার্থিতা বাতিলের আবেদনের ওপর আলোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

২৫ জন জামায়াত ইসলামীর নেতার মধ্যে ২২ জনই বিএনপির ধানের শীষ প্রতীক এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

তাদের প্রার্থিতা বাতিল করা হবে কি হবে না তা নিয়ে তিন কর্ম দিবসের ভেতরে সিদ্ধান্ত দিতে ইসিকে জানিয়েছিল উচ্চ আদালত। আজ রোববার অবশেষে তাদের প্রার্থীতা বহাল রাখলো নির্বাচন কমিশন।

তবে আদালতের রায়ে যেসব আসনে বিএনপি প্রার্থী শূন্য হয়েছে ওইসব আসনে বিকল্প প্রার্থী দেয়া বা পুন:তফসিলের যে দাবি জানিয়েছে দলটি তা আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

গাইবান্ধা-৩ আসনে ভোট ২৭ জানুয়ারি

আজকের বৈঠকে গাইবান্ধা-৩ আসনে পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। এই আসনে ভোট হবে আগামী বছরের ২৭ জানুয়ারী তারিখে।

এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুর কারণে পুনঃ তফসিল ঘোষণা করা হলো।

FacebookTwitter