করোনা সংবাদঃ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় পৌনে তিন লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৮ লাখ সাড়ে ২৯ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি সোয়া ৪৩ লাখের বেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮ লাখ ২৯ হাজার ৬৬৪ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৫৪২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৬ লাখ ২৭ হাজার ৩১৮ জন করোনারোগী, যাদের মধ্যে ৬১ হাজার ৫৬৬ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ৬০ লাখ ৩৬৫ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রাজিলে শনাক্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ লাখ ২২ হাজার ৪ জনের শরীরে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ৩৭ লাখ ৭ হাজার ৭৪৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার ৮৬৫ জন ও দক্ষিণ আফ্রিকায় পঞ্চম সর্বোচ্চ ৬ লাখ ১৫ হাজার ৭০১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— পেরু (৬ লাখ ১৩ হাজার ৩৭৮ জন), মেক্সিকো (৫ লাখ ৭৩ হাজার ৮৮৮ জন), কলম্বিয়া (৫ লাখ ৭২ হাজার ২৭০ জন), স্পেন (৪ লাখ ২৬ হাজার ৮১৮ জন) ও চিলি (৪ লাখ ২ হাজার ৩৬৫ জন)।

কোভিড-১৯ মহামারীতে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭৫৬ জন। মেক্সিকোতে তৃতীয় সর্বোচ্চ ৬২ হাজার ৭৬ জন, ভারতে চতুর্থ সর্বোচ্চ ৬০ হাজার ৬২৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৪৬৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৪৫৮ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৫৪৪ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৯৭১ জন), পেরু (মৃত্যু ২৮ হাজার ১২৪ জন) ও ইরান (মৃত্যু ২১ হাজার ২০ জন)।

এছাড়া কলম্বিয়ায় ১৮ হাজার ১৮৪ জন, রাশিয়ায় ১৬ হাজার ৬৮৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৫০২ জন, চিলিতে ১০ হাজার ৯৯০ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯৯৬ জন, জার্মানিতে ৯ হাজার ৩৫২ জন, কানাডায় ৯ হাজার ৯৪ জন, আর্জেন্টিনায় ৭ হাজার ৮৩৯ জন, ইন্দোনেশিয়ায় ৬ হাজার ৯৪৪ জন, ইরাকে ৬ হাজার ৬৬৮ জন, ইকুয়েডরে ৬ হাজার ৪১০ জন, পাকিস্তানে ৬ হাজার ২৬৯ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ২১৫ জন, তুরস্কে ৬ হাজার ১৮৩ জন, সুইডেনে ৫ হাজার ৮১৭ জন, মিসরে ৫ হাজার ৩১৭ জন, বলিভিয়ায় ৪ হাজার ৭২৬ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, বাংলাদেশে ৪ হাজার ৮৩ জন, সৌদি আরবে ৩ হাজার ৭৫৫ জন, রোমানিয়ায় ৩ হাজার ৪২১ জন, ফিলিপাইনে ৩ হাজার ১৩৭ জন, গুয়াতেমালায় ২ হাজার ৬৬২ জন, ইউক্রেনে ২ হাজার ৩৫৪ জন ও সুইজারল্যান্ডে ২ হাজার ৩ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।

-পি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily