আন্তর্জাতিকঃ
করোনাভাইরাস মোকাবিলায় পুরো ভারত ২১ দিন জরুরি লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ মার্চ, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন মোদি।
এসময় মোদি বলেন, বিশ্বের শক্তিশালী দেশগুলোকেও এই মহামারী অসহায় করে দিয়েছে। সবরকম প্রস্তুতি সত্ত্বেও বিপদ বাড়িয়ে চলেছে এই ভাইরাস। বিশেষজ্ঞরাও বলছেন, একমাত্র বিকল্প হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। নিজেকে বাড়িতে বন্দি থাকা। এ ছাড়া বাঁচার কোনো উপায় নেই করোনাভাইরাস থেকে।
সংক্রমণের সাইকেলকে আমাদের ভাঙতেই হবে। সামাজিক দূরত্ব সবার জন্য, আমার জন্যও।’
তিনি আরো বলেন, ‘কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা আপনাদের সবাইকে বিপদে ফেলতে পারে। এটা চলতে থাকলে ভারতকে অনেক বড় মূল্য দিতে হতে পারে।’
তিনি বলেন, ‘গত দুদিন দেশের অনেক অংশে লকডাউন করা হয়েছে। রাজ্য সরকারের এই চেষ্টাকে গুরুত্ব দিন। আমরা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি। আজ রাত ১২টা থেকে পুরো দেশে লকডাউন হতে চলেছে। দেশকে বাঁচাতে এই সিদ্ধান্ত। আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা। এটা একপ্রকার কার্ফু। জনতা কার্ফুর থেকেও বেশি শক্ত। লকডাউন ২১ দিনের হবে।’
-ডিকে