অনলাইনঃ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। এমন পরিস্থিতি বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে এক হাজার ডাক্তার (সহকারি সার্জন) নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ নিয়োগ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে উপস্থিত থাকতেও নোটিশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০ এপ্রিল পর্যন্ত হিসেবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ১৭০ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৪ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে। নতুন করে সুস্থ্য ১৬ জনসহ মোট সুস্থ্য ১০৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ২৮০ জনে।

বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily