১৪৩ জন যাত্রী ‍অল্পের জন্য বেঁচে গেলেন

অনলাইনঃ
সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর ফিরে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ময়ূর পঙ্খী।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিমানের বিজি-০৮৪ ফ্লাইট আরোহীদের নিয়ে নিরাপদে অবতরণ করে।

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘আমরা এটাকে জরুরি অবতরণ বলছি না।

ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করায় সবাই অক্ষত রয়েছেন।’

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে ১৪৩ জন যাত্রী ও সাত জন ক্রু নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দেয় উড়োজাহাজটি।

জরুরি অবতরণের পর বেলা ১১টার দিকে অন্য একটি উড়োজাহাজে করে ময়ূর পঙ্খীর যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলে জানান তাহেরা।

২০১৬ সালে ১২ জানুয়ারি বিমানের বহরে যুক্ত হয় বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ময়ূর পঙ্খী।

উড়োজাহাজটি ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।

-কেএম

FacebookTwitter