আইন আদালতঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ শাকিলা আক্তার ও মোছাঃ রেহেনা খাতুন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাই যাত্রাবাড়ী থানার কাজলা, নয়ানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) বিকাল ৫:২৫ টায় উক্ত স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ ইয়াবা ব্যবসায় জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

-ডিএমপি নিউজ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily