সারাদেশঃ
চট্টগ্রামে ১০ মাসের শিশুর শরীরে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। জেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে (বিআইটিআইডি) গতকাল ২১ এপ্রিল, মঙ্গলবার ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যে চারজনের শরীরে কোভিড-১৯ নামের ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয় তাদের মধ্যে রয়েছে নবজাতকটি।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪টি পজিটিভ ও ১৩৬টি নেগেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন বান্দরবানের রোগী ও একজন চট্টগ্রামের বলেও জানান তিনি।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের আক্রান্ত শিশুটির বয়স ১০ মাস। বান্দরবানের ৩ জনের মধ্যে ২ জন থানচি ও ১ জন লামার বাসিন্দা।

ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এ পর্যন্ত ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪০ জনই চট্টগ্রামের বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে ৫ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আক্রান্তদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানা যায়। এরপর ১৮ মার্চ প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেন। এরপর গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৮২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

-কেএন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily