আইন আদালতঃ

এবার থার্টিফার্স্ট নাইট উপলক্ষে হাতিরঝিল কিংবা রাজধানীর কোনও উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান হবে না।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিশ্চিতে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত পথচারী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কেউ পায়ে হেটে প্রবেশ করতে পারবেন না। গাড়ি প্রবেশ করা যাবে তবে গাড়ি থামানো বা কোনও আড্ডা দেয়া যাবে না।  

তিনি জানান, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। করোনাভাইরাসের প্রতিরোধের কারণে ডিএমপি থেকে নির্দেশনা আগেই দেয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক কাজ করা হবে।

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily