ব্যবসা-বাণিজ্যঃ

দেশজুড়ে অনুষ্ঠিত হলো হাঙ্ক ১৫০আর মডেলের হিরো মোটর সাইকেলের মেলা।

রবিবার সিলেটের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় হাঙ্ক ১৫০ আর চালিয়ে দেখার সুযোগ পান আগ্রহী দর্শনার্থীগণ।

করোনা মহামারীর কারনে স্বাস্থ্য বিধি মেনে সিলেটসহ জামালপুর, দিনাজপুর, নওগাঁ, যশোর, বরিশাল, মানিকগঞ্জ এবং লক্ষীপুরে একই সময়ে হাঙ্কের উদ্বোধনী মেলা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হিরো।

মেলায় মোটরসাইকেল বুকিং করলেই ৪০০০ টাকা নিশ্চিত ছাড় , প্রতি ঘণ্টায় লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতার সুযোগ ও বিভিন্ন প্রকার মজাদার গেমস।

এছাড়াও ঢাকা থেকে আগত বিখ্যাত হিপ হপ আর্টিস্ট ব্ল্যাক জ্যাং এর পারফরম্যান্স ও লাইভ ডিজে এবং স্টেজ শো উপভোগ করেন দর্শনার্থীগণ।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily