অনলাইনঃ
উত্তরবঙ্গের সুুবিধা বঞ্চিত স্কুল ও মাদ্রাসা ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের সাইকেল বিতরন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) “স্বপ্ন যাত্রা”র অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকের সুনিদৃষ্ট নির্দেশনার আলোকে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সুবিধা বঞ্চিত স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেছে।

১৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে বগুড়া জেলার মোকামতলায় ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান-উজ জামান এবং শীবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির, বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সুবিধা বঞ্চিত স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।

এসময়ে শিক্ষার্থীদের অভিভাবকগন ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রিদওয়ানুল হক, বগুড়া শাখার ম্যানেজার মোঃ আহসান হাবিব, মোকামতলা শাখার ম্যানেজার মোঃ রেজাউল হক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily