অনলাইনঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সোহেল তাজ লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)-কে গত রবিবার (৯ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছেI’

এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানেন বলেও উল্লেখ করেন সাবেক প্রতিমন্ত্রী। তিনি আরো লেখেন, ‘সৌরভকে ফিরিয়ে দেওয়া না হলে অপহরণকারীদের পরিচয় প্রকাশ করা হবে।’

সোহেল তাজ লেখেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’

এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily