অনলাইনঃ
ঢাকার শেরে বাংলা নগর এলাকার সরকারী হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আগুনের ধোঁয়ায় ভরে গেছে গোটা হাসপাতাল। এতে রোগী ও স্বজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা, বাড্ডা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস বা হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

ফায়ার ইউনিটগুলো আগুন নেভাতে পানির ব্যবস্থা করতে বেশ বিলম্ব হয়। পরিশেষে পাশ্র্ববর্তী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের পুকুর থেকে পাইপলাইনের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে। এ দিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালে রোগির সঙ্গে থাকা একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগী ও সহযোগিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরেই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে সোয়া ৭টার দিকে বিদ্যুৎ ফিরে আসে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালের সকল রোগীদের হাসপাতাল প্রাঙ্গণের মাঠে নামিয়ে আনা হয়। পরবর্তীতে বেশকিছু অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রোগীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, আগুনে কারো হতাহতের খবর আমরা পাইনি। যত রোগী ছিল, তাদের সবাইকে বের করে আনা হয়েছে।
এর পরে আওয়ামীলীগের সদ্য মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি সকলকে শান্ত থেকে সুষ্ঠুভাবে উদ্ধারকাজ সম্পন্ন করতে সহায়তা করতে আহ্বান জানান। এছাড়াও হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া মাইকে জন শ্রোত কমাতে এবং সুষ্ঠুভাবে উদ্ধারকাজ সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সবাই নিরাপদে আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার উপস্থিতিতে রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, রোগীদের মধ্যে যারা একটু বেশি অসুস্থ তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
-বিএস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily