সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস

সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস
সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস

ব্যবসা-বাণিজ্যঃ

সর্বোচ্চ পাটের সূতা উৎপাদনকারী ও গুনগত মানসম্পন্ন পাটজাত পণ্য রপ্তানীতে অসামান্য অবদান রাখার জন্য জাতীয় পাট দিবস ২০২০-এ পাটের সুতা রপ্তানিকারকের সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস্ লিঃ।

দেশে উৎপাদিত ভালো পাটের সিংহভাগই ব্যবহার করে থাকে আকিজ জুট মিলস্ লিঃ।

গেল অর্থবছরেও প্রতিষ্ঠানটি পাটজাত দ্রব্যে রেকর্ড পরিমাণ রপ্তানি আয় করে। এরই স্বীকৃতি হিসেবে এবার ‘‘জাতীয় পাট দিবস ২০২০-এ পাটের সুতা রপ্তানিকারকের সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস্ লিঃ।

শুক্রবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলী রোড-এর অফিসার্স ক্লাবে জাতীয় পাট দিবস ২০২০ উদযাপন ও বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গেলাম দস্তগীর, বীরপ্রতিক এর কাছ থেকে আকিজ জুট মিলস্ লিমিটেড-এর পক্ষে সেরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সি আই পি)।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস, ০৬ মার্চ, ২০১৭ সালে হতে ধারাবাহিকভাবে আকিজ জুট মিলস্ লিঃ এই সম্মাননা অর্জন করে আসছে।

আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সি আই পি) বলেন, “একসময় মাত্র ৩শ কর্মী থাকলেও এখন কাজ করছেন ১০ হাজার মানুষ। যার কারণে আমাদের এই অর্জন। তাই আকিজ পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। এধরণের পুরষ্কার আমাদের জন্য খুবই সম্মানের বিষয়।

আশা করি আমরা এই অর্জন ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারবো। এছাড়াও দেশের সরকারের এমন আয়োজনে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়াতে আরো উৎসাহিত করবে”।

সম্ভাবনাময় পাট শিল্প জৌলুস হারিয়ে এখন টিকে থাকার লড়াই করছে। দেশের তৈরী বিভিন্ন ধরনের পাটজাত পণ্যের অনেক চাহিদা আছে বিদেশে। এ সুযোগ হাতছাড়া না করে কাজে লাগিয়েছে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ জুট মিলস্ লিমিটেড। নিজেদের সাফল্য আর রপ্তানি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পাট দিবস ২০২০-এ পাটের সুতা রপ্তানিকারকের সেরা পাটকলের সম্মাননা পেল আকিজ জুট মিলস্ লিঃ’।

এছাড়াও বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই গ্রুপ।

-শিশির

FacebookTwitter