সারাদেশে সহিংসতায় নিহত ৭

অনলাইনঃ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে জানালেও সারাদেশ থেকে এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কক্সবাজারের একজন করে ও চট্টগ্রামে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলায় পাকুড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে রোববার বেলা ১১টার দিকে সংঘর্ষে মেরাজউদ্দিন নামে ২২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হযন বলে জানান জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক।

মেরাজউদ্দিনকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হচ্ছে।

এএসপি আব্দুর রাজ্জাক জানান, বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নিহত মেরাজউদ্দিন মাথায় আঘাত পান।

নির্বাচনী সহিংসতায় চট্টগ্রাম ও রাঙামাটিতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেছেন, রাঙ্গামাটির কাউখালীতে সকালে আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট মোটরসাইকেল করে কেন্দ্রে যাবার সময় হামলার মুখে পড়েন। তাকে লাঠিসোটা দিয়ে পেটানো হলে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

এ হামলার জন্য বিএনপি কর্মীদের দায়ী করেছেন এই পুলিশ সুপার।

অন্যদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভুঁইয়া জানিয়েছেন, বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্রের পাশে পুলিশের সাথে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন।

শনিবার রাত ২টার দিকে বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের পটিয়ার পশ্চিম মালিয়াপাড়ার একটি কেন্দ্রের সামনে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। তবে তার দলীয় পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলাশ সুপার মো. সাখাওয়াত, চান্দিনার একটি কেন্দ্রে বিএনপির কর্মীরা হামলা করলে পুলিশ গুলি ছোঁড়ে। কয়েকজন আহত হয় এবং হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।

ব্রাক্ষ্মণবাড়িয়া সদরে নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুষ্কৃতিকারী কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ

হিরো আলমকে মারধর, ভোট বর্জন

সেসময় পুলিশ গুলি চালালে একজন নিহত হন। তবে তিনি কোন দলের তা নিশ্চিত করে জানা যায়নি।

FacebookTwitter