সাভারে শ্রমিক সংঘর্ষ, নিহত ১

অনলাইনঃ
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সুমন।

সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিক বিক্ষোভের এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে উলাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা।

এসময় গুলিতে আহত হন সুমন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। তিনি আল লিমা গার্মেন্টসের কর্মী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মুকুল হোসেন আরো একজন পোশাক কর্মী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্র্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. আমজাদ উল হক। তিনি জানান, গুলিতে মারাত্মক আহত তিনজনসহ ১৫ জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান সুমন।

জানা যায়, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে উলাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা। ওই সময় অফিস শেষে বাড়ি ফিরছিলেন আল লিমার কর্মীরা। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও গুলি ছোঁড়ে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (৭ ডিসেম্বর) থেকে হেমায়েতপুর এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের সামস, টিসিএল-২সহ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে।

-আরবি

FacebookTwitter