আইন আদালতঃ

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় এই চার্জ গঠন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)  এই চার্জ গঠনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেটি ২০০৭ সালে। তখন বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন।

আসছে ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এমনটাই জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily