আইন আদালতঃ
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিহত মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার ২৭ আগস্ট রংপুর মহানগর হাকিম রাজু আহমেদ বাবুর আদালতে অভিযোগ দায়ের করেন।

জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাঁদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

৫ আগস্টের পর থকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি।

-আরবি

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily