আইন আদালতঃ

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধানমন্ডির একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, নানা অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজ বক্তব্য উপস্থাপনের জন্য বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা শাজাহান খান দুদকের সে আহ্বানে সাড়া দেননি। অবশেষে গোয়েন্দা পুলিশ তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে।

শাজাহান খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

২০১৩ সালে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি কেবল নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily