সাকিব আবারও বিশ্বসেরা, এগিয়ে চলেছে টাইগাররা

স্পোর্টসঃ
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেঞ্চরি হাঁকাতে তিনি খেলেছেন ৮৩ বল। তার সেঞ্চুরিতে ভর করে জয়ের পথে একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে তিনি আবারও বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম স্থানে ওঠে এসেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব ১০০ রান নিয়ে ব্যাট করছেন। ৩৬০ রান নিয়ে সংগ্রাহকদের তালিকায় প্রথম স্থানে সাকিব।
এছাড়াও এ্যারঞ্জ ফিঞ্চ ৩৪৩ এবং রোহিত শর্মা ৩১৯। এর আগে সাকিব ২৬০ রান নিয়ে পঞ্চম স্থানে ছিলেন।

এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেন সাকিব।

এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিও (১২১) করেছেন তিনি। এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ওঠে এসেছেন সাকিব।

এদিকে ব্যক্তিগত ২৩ রান করার মধ্য দিয়ে ছয় হাজারি ক্লাবের সদস্য হন সাকিব। এর আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। এবার ঢুকলেন সাকিব। এজন্য সাকিবের খেলতে হয়েছে ২০২ ম্যাচ ও ১৯০ ইনিংস।

ক্যারিবিয়ানদের বিপক্ষে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হবে টাইগারদের।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে এবারও তেমন একটি ইনিংস খেলতে হবে বাংলাদেশের।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily