সকল শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধঃ প্রধানমন্ত্রী

সকল শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধঃ প্রধানমন্ত্রী
সকল শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধঃ প্রধানমন্ত্রী

শিক্ষাঃ
করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২৭ এপ্রিল, সোমবার সকাল ১০টায় গণভবন থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

জেলাগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

এসময় করোনাভাইরাসকে দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। এ ভাইরাসের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়। এ অবস্থা থাকবে না। এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব। আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।’

সরকারি নির্দেশনা মেনে চলায় দেশবাসীকে এসময় ধন্যবাদও জ্ঞাপন করেন সরকারপ্রধান।

তিনি আরো বলেন, ‘এ পরিস্থিতিতে সবাই সবাইকে সাহায্য করেন। নিজেকে সুরক্ষিত রেখে কাজ করেন।’

ভি‌ডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাসদস্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে বর্তমান করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য স‌চিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন। অনুষ্ঠান‌টি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফায় পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

-কেএম

FacebookTwitter