অনলাইন ডেস্কঃ
শ্রমিকরা ধর্মঘট ডাকেননি। নিরাপত্তার অভাবে বাস মালিক-শ্রমিকেরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল মসজিদে নিহত কলেজছাত্রী দিয়া খানমের জন্য দোয়া মাহফিলে যোগ দিতে এসে নৌ পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তাঁর সঙ্গে নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলমও ছিলেন। জাহাঙ্গীর নিজেও একজন বাস চালক। এর আগে মহাখালী বাস টার্মিনালের দোতলায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ বলেন, শ্রমিকেরা নিরাপদ বোধ করলেই গাড়ি চলবে।
রাস্তায় আন্দোলনকারীরা নেই, তবু গণপরিবহন চলছে না কেন, জানতে চাইলে শ্রমিকনেতা শাজাহান খান বলেন, এটা কোনো ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে গাড়ি বন্ধ রাখা হয়েছে।
আপনার নিজের গাড়ি হলেও তো আপনি এ পরিস্থিতিতে বের করতেন না। ড্রাইভারদেরও অনেক জায়গায় মারপিট করছে। সে কারণেই মনে হয় মালিক ও শ্রমিকেরা গাড়ি বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, তবে আজ (শুক্রবার) যে পরিস্থিতিতে এ রকম থাকলে আশা করি শনিবার থেকে গাড়ি চালাবেন মালিক–শ্রমিকেরা। আর নাইট কোচ তো চলছেই।
বিভিন্ন মহল থেকে আপনার পদত্যাগের দাবি উঠেছে, এ বিষয়ে জানতে চাইলে হেসে উঠে শ্রমিকনেতা ও নৌপরিবহনমন্ত্রী বলেন, এটা কোনো বিষয় নয়। ওটা বিএনপি দাবি করেছে।
-আরবি