স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়।

দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন এই দু’জন।

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে নেমেছেন নাজমুল হাসান শান্ত। তবে নিজের অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্স করলেও বাদ পড়েছেন আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতে একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily