শিল্পী সালমা এখন লন্ডনে

বিনোদনঃ
স্বামী সাগরের সঙ্গে লন্ডন গেলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল রাতে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা।

সালমা যাওয়ার আগে বলেন, চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। সে আসার পর লন্ডনে যাওয়ার বিষয়টি ঠিক করি। ঈদ পর্যন্ত অন্তত সেখানে থাকবো। এরপর ঠিক করবো কবে আসবো দেশে।

সালমা আরো বলেন, কোনো গানের কাজে যাচ্ছি না। তবে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily