সারাদেশঃ
বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে জসীম উদ্দীন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি দল অভিযান পরিচালনা করে। জসিম উদ্দিন উপজেলার গোলবুনিয়া এলাকার বেলায়ত হোসেনের ছেলে।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, জসিম উদ্দিন চিকিৎসা শাস্ত্র পাসধারী ডিগ্রী করেনি। তিনি প্রতারণা করে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা করে আসছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেম্বার থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ভুয়া ডাক্তার মো. জসিম উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযান পরিচালনার সময় বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার শাকিলা আক্তার উপস্থিত ছিলেন।
-কেএম