রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইসলামিক স্টাডিজ এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষর্থী আহত হয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট বিভাগের খেলোয়াররা। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইসলামিক স্টাডিজ এবং পরিসংখ্যান বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের খেলা চলছিল। খেলার প্রথমার্ধে দুই বিভাগের কিছু শিক্ষার্থী কটুক্তিমুলক কথা বলাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। তখন পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষার্থীকে মারধর করে ইসলামিক স্টাডিজ বিভাগ। পরিসংখ্যান বিভাগ খেলায় বিজয়ী হওয়ায় বিভাগের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করেন। এ সময় দুই দলের খেলোয়াড়রা একে অপরকে তিরস্কারমূলক কথাবার্তা বলে। পরে শিক্ষার্থীরা মাঠ থেকে বের হয়ে এলে বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

পরিসংখ্যান বিভাগের আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, খেলা চলাকালীন আমাদের সঙ্গে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। খেলা শেষ করে শান্তভাবে আমরা মাঠ থেকে বের হয়ে আসছিলাম। এ সময় সুজন,বিজয়,মমিন এসে ছাত্রলীগ নেতা দাবি করে আমাদের হুমকি দেয়।

যার ফলে আমরা নিরাপত্তাহীণতায় ভুগতেছি। হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে মমিন বলেন, খেলা শেষে পরিসংখ্যান বিভাগের সাথে আমাদের বিভাগের ঝামেলা মিটাতে দেখা করতে চাইছিলাম।

এবিষয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম হোসাইন বলেন, শিক্ষার্থীরা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিবে। অভিযোগ দেখে প্রশাসন ব্যবস্থা নিবেন।
-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily