রাঙামাটিতে গুলি করে ২ যুবককে হত্যা

সারাদেশঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় আজ দুপুরে দুই যুবককে গুলি করে হত্যা করেছে আঞ্চলিক দলীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

মূলত আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন, মংশিনু মারমা (২৫) ও জাহিদুল ইসলাম জাহিদ (২৬)। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে সোমবার দুপুরে কারিগর পাড়া বাজার এলাকায় দুইজনকে হত্যা করেছে। বিকেলে নিহতদের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত।

এদিকে স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে মারমা যুবক মংশিনু আগে ইউপিডিএফের রাজনীতির সাথে যুক্ত ছিল। সম্প্রতি সে সংস্কারপন্থী জেএসএস (এমএন) লারমা গ্রুপে যোগ দেয়।

এ কারণে তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। স্থানীয় সূত্রটি জানায়, নিহত অপর যুবক জাহিদ ও মংশিনু উভয়েই ভালো বন্ধু ছিল। তারা উভয়েই একসাথে বাজারে গেলে আকশ্মিক হামলায় নিহত হয়।

সুত্রটি জানায়, জাহিদ সরকারদলীয় ছাত্র সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল। এদিকে বেলা দুইটার সময় ঘটনাটি সংঘঠিত হওয়ার পর থেকেই নিহতদের লাশ রাস্তার উপর পড়ে থাকলেও ভয় আর আতঙ্কে স্থানীয়রা তাদের লাশ উদ্ধারে এগিয়ে আসেনি।

-ডিকে

FacebookTwitter