শিক্ষাঃ
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পবিত্র রমজান মাসে দেশের সব স্কুল কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৬ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ ক্লাস চলবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় ব্যপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০ রমজান পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখতে পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়ে চলবে বেলা তিনটা পর্যন্ত। এরমধ্যে নামাজের বিরতি থাকবে ৩০ মিনিট।

-কেএম

FacebookTwitter