সারাদেশঃ
গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোররাতে যশোরের অভয়নগরে বনগ্রাম বসুন্দিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি তাইজুল ইসলামের বরাতে জানা গেছে, প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম বসুন্দিয়ায় ভোররাত ৪টায় তিন ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এলাকার লোকজন গরুচোর সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। নিহত বক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
-ডিকে