মেজর সিনহার সহযোগীর জামিন

মেজর সিনহার সহযোগীর জামিন
মেজর সিনহার সহযোগীর জামিন

আইন আদালতঃ
টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রা রানী দেবনাথের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন এই জামিন আবেদন মঞ্জুর করেন।

শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদক মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খানের আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন ধার্য্য করেছে আগামীকাল মঙ্গলবার। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ- ৩) এর ভারপ্রাপ্ত বিচারক তামন্না ফারাহ এই আদেশ দেন।
সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদক মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানী শেষে জামিনের জন্য আবার মঙ্গলবার দিন ধার্য করা হয়।

এদিকে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত, এসআই নন্দ দুলাল রক্ষিতকে রিমান্ডের হেফাজতে নিয়েছে র‌্যাব-১৫।

-জে

FacebookTwitter