অনলাইন ডেস্কঃ
জাবালে নূর মালিকের মুক্তি ও মৃত্যুদণ্ড আইন বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।
ঢাকার শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছেন তারা।
শনির আখড়া প্রতিনিধি সূত্র বলছে, বেলা সাড়ে ১১টা থেকে পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছে।
এদিকে অবরোধের কারনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর থেকে শুরু হয়ে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে এই যানজট। দাউদকান্দি পেরিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত ছাড়িয়ে যায় গাড়ির সারি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
পুলিশ জানায়, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে প্রবেশের মহাসড়কগুলোতে তীব্র যানজট ছিল বৃহস্পতিবার।
শুক্রবার যান চলাচলের মাত্রা বেশি। সকালে যানজটের তীব্রতা আরো দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। ফলে ভোর থেকে ধীরে ধীরে যানজটের দীর্ঘতা বাড়ছে।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।
-আরবি