অনলাইনঃ
রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার চলন্তিকার মোড়ে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরো ৪টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আরও ৩ টি ইউনিট যোগ দেয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তীব্র বাতাসের কারনে বস্তির আশে পাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন দেখতে মানুষের ভিড়ে ফায়াসের ইউনিটগুলো কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে।

আগুনের কারণ এখনো জানা যায়নি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily