অনলাইনঃ

আজ মে মাসের দ্বিতীয় রোববার- মা দিবস। সবাই যখন ঘটা করে মা দিবস পালন করছে, ঠিক সে’সময় আমি আমার আম্মু’কে খুঁজে ফিরছি।

আমার আম্মু আমার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন অনন্তকালের জন্য। এখন আম্মুর সাথে কথা বলতে হয় বাড়ির বাইরে এসে। যা বলার আমিই বলি, আম্মু শুধু শোনেন। তবে, আমার বিশ্বাস- আম্মু এখন সবই দেখেন, সবই বোঝেন। তাই, আমার ওপর তাঁর রাগটা আর নেই।

কিন্তু আম্মু, তুমি’তো সব জানো। সবকিছু দেখছো। আমার দোষ’টা কোথায় বলো ? প্রতিহিংসার শিকার বানিয়ে ওরা আমার সাথে যা করলো- তা নজিরবিহীন। পড়াশুনা শেষ করে বাইরে থেকে দেশে এসে তোমার আর আব্বু’র মতো মানুষের সেবায় কিছু করার তাগিদ থেকেই কাউন্সিলর হয়েছিলাম। কিন্তু, রাজনীতির পথ যে এতটা পিচ্ছিল- তা জানা ছিলো’না আমার। যা’হোক, বাস্তবতা অনেক কিছু শিক্ষা দিয়েছে আমায়। এখন হোঁচট খেয়ে পড়ে গেলেও, ঠিকই উঠে দাঁড়াতে পারবো। আম্মু- আগে তুমি বলতে, কিন্তু ওভাবে বুঝতাম না। এখন বুঝি- আসলেই বাস্তবতা অনেক কঠিন ও নির্মম!

আম্মু, প্রতিটা দিন- প্রতিটা ক্ষণে তোমাকে খুব মিস করি, প্রচন্ড মিস করি আম্মু …….!! পরপারে ভালো থেকো- মহান সৃষ্টিকর্তার কাছে এটাই একমাত্র প্রার্থনা। হ্যাপী মাদার্স’ডে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily