‘মাস্ক নেই তো ক্রয়-বিক্রয় নেই’ নওগাঁ পশুহাটের শ্লোগান

‘মাস্ক নেই তো ক্রয়-বিক্রয় নেই’
‘মাস্ক নেই তো ক্রয়-বিক্রয় নেই’

সারাদেশঃ
‘মাস্ক নেই তো ক্রয়-বিক্রয় নেই’ নওগাঁ জেলার বিভিন্ন কোরবানীর পশুর হাটে চলছে এই শ্লোগান।

বিশ্বব্যাপী করোনা প্র্র্রতিরোধে নানান কৌশল অবলম্বনের মধ্যে মাস্ক ব্যবহার অন্যতম। সম্প্র্রতি বাংলাদেশ সরকার সর্ব মহলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডভোকেসি ফোরাম, নওগাঁ জেলা শাখা কোরবানীর পশু হাটগুলিতে বিনামূলে মাস্ক বিতরণ কর্মসূচী গ্র্র্র্রহন করেছে।

২৪ জুলাই নওগাঁ জেলার কীর্তিপুরে জমজমাট পশু হাটে করোনা সচেতনায় নেমে পড়েন স্বেচ্ছাসেবীরা।

মাস্ক নেই তো ক্রয়-বিক্রয় নেই’ নওগাঁ পশুহাটের শ্লাগান

হাটের মধ্যেই ক্রেতা বিক্রেতাদের করোনা সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। সেই সাথে মাস্কবিহীনদের বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম ধালু(ফেলো), শাকিল আহমেদ বাদল(ফেলো), শ.ম আল কাফী তুহিন(ফেলো), পারভিন আক্তার(মাষ্টার ট্র্রেনার), শবনম মোস্তারী কলি(মাষ্টার ট্র্রেনার), শামীম আহমেদ(মাষ্টার ট্র্রেনার)সহ আরও স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক নেতৃৃৃৃবৃৃৃন্দ।

উপস্থিত সকলেই আর্ন্তজাতিক রাজনৈতিক প্রশিক্ষণ সংস্থা ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালে প্রশিক্ষণপ্রাপ্ত।

-শিশির

FacebookTwitter