অর্থনীতিঃ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে নরসিংদী জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
সম্প্রতি নরসিংদী আঞ্চলিক সমবায় ট্রেইনিং ইন্সটিটিউট মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তাহের আহমদ চৌধুরী।
ব্যাংকের নরসিংদী শাখা ব্যবস্থাপক আলিমুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, উপপরিচালক ফেরদৌস আরা ও মোছাঃ ফুয়ারা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও এফএভিপি মোঃ রেজাউল ইসলাম।
-শিশির