অনলাইন রিপোর্টঃ
চট্টগ্রামের খুলশীতে মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতদের সবাই মাদক ব্যবসায়ী।
নগরীর খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারি এসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দুজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি।
জাকির ও ডালিমের বাড়ি বাগেরহাটের মোঘলগঞ্জে বলে জানা গেছে।
সহকারি পুলিশ সুপার জানান, রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় মাদকবাহী একটি গাড়িকে র্যাবের একটি টহল দল বুধবার দিবাগত রাতে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থেকে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
ওই সময় দুজন পালিয়ে গেলেও গাড়িতে থাকা বাকি ৩ জনের মৃত্যু হয়।
টহল দলটি তাদের মরদেহ উদ্ধার করার পর গাড়ি তল্লাশি করে ১২০ কেজি গাঁজাসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার করে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
-আরবি