সারাদেশঃ
ফরিদপুরের চরভদ্রাসনে নাইম খান (২৫) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা-মা।
গতকাল ১৬ জানুয়ারি, শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদকাসক্ত যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে কারাদণ্ড দেয়ার পর জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের বখাটে নাইম মাঝেমাঝেই ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য নেশা গ্রহণের টাকার জন্য তার মা-বাবার সঙ্গে জোর-জুলুম, দুর্ব্যবহার ও শারীরিকভাবে অত্যাচার করে আসছিল।
১৫ জানুয়ারি, শুক্রবার নেশার টাকা না পেয়ে উক্ত যুবক ঐদিন তার মা-বাবাকে এলোপাথাড়ি লাঠিপেটা করে। এতে তার বাবার পায়ে গুরুতর জখম হয়।
এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরের দিন শনিবার নাইমের বাবা মো. ইউসুফ খান স্থানীয় প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার শনিবার দুপুরে বখাটের বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় মাদকসহ নাইমকে আটকের পর এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
-ডিকে