সারাদেশঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হওয়ার খরব পাওয়া গেছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টায় ওই ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।