কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন। ভোটারদের দলে দলে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানসহ ১০ নির্দেশনা রয়েছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বার্তা পড়ে শুনান। খালেদা জিয়া কয়েকদিন আগে বার্তাটি পাঠিয়েছেন বলে রিজভী জানালেও কোন মাধ্যমে তা এসেছে, তা তিনি জানাননি।

বার্তায় খালেদা জিয়া বলেছেন, ভোটের দিন আপনাদের সুযোগ আসবে এই সরকারের হাত থেকে মুক্তিলাভের, দেশকে মুক্ত করার। সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। পালাক্রমে ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি।

ভোটারদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ভোট দিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগনের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের পোলিং এজেন্টদের উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন, ফলাফল না নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। আপনারা ভোট কেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগনের ভোটাধিকার রক্ষা করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে কেউ সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিজাইডিং অফিসারের সই ছাড়া নিজেরা সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজার পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily