লাইফস্টাইলঃ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন ‘ডেট ইন অ্যা বক্স’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘ইশো’।

বিশ্বব্যাপী চলমান মহামারিতে সকলের মাঝে একরাশ আনন্দ ছড়িয়ে দিতেই ইশোর এই উদ্যোগ।

ইশো ‘ডেট ইন এ বক্স’ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে তিন ধরনের বক্স। গ্রাহকদের পছন্দ বিবেচনায় ‘মুভি নাইট’, ‘ব্রেকফাস্ট-ইন-বেড’ এবং ‘ক্যান্ডেল-লাইট ডিনার’ এই তিন থিমে চমৎকারভাবে সাজানো হয়েছে বক্স তিনটি। প্রতিটি বক্সের জন্য পৃথক-পৃথক মূল্য নির্ধারণ করা হয়েছে।

বরাবরই উদ্ভাবনী ডিজাইন ও ট্রেন্ড সেটিং ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসে প্রতিষ্ঠানটি। ‘ডেট ইন এ বক্স’ ক্যাম্পেইনও এর ব্যতিক্রম নয়।

বাড়ির সাধারণ ও রুচিসম্মত তৈজসপত্র রাখার ক্ষেত্রেও এই বক্সগুলো কাজে আসবে। এই বছরের ভালোবাসা দিবসকে আরও স্মৃতিময় করে তুলতে গ্রাহকদের পাশেই আছে ইশো।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily