আন্তর্জািতকঃ
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে গতকাল একটি বিল পাস হয়েছে।

আজ বুধবার সেটি রাজ্যসভায় পাস হলে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ২০১৪ সাল পর্যন্ত মূলত আসাম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন।

অমুসলিম শরণার্থীদের তালিকায় আছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বিলটি আইনে পরিণত হলে প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় হিংসার শিকার হয়ে কেউ ভারতে থাকার আবেদন করলে মিলবে নাগরিকত্ব।

বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা শুরু করেছে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো।

সোমবার এই ‘বিতর্কিত’ বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় এনডিএ ছাড়ে আসামের রাজনৈতিক দল আসাম গণ পরিষদ (অগপ)।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily