আন্তর্জাতিকঃ
ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর ঘটনায় ভারতীয় একটি যুদ্ধবিমান নিখোঁজ ও তার পাইলটকে পাওয়া যাচ্ছে না।

বুধবার বেলা সাড়ে ৩টায় এনডিটিভিতে এক বক্তব্যে একথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

দুটি ভারতীয় বিমান ভূপাতিত করা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে; নিখোঁজ হওয়া ভারতীয় বিমানটি তার মধ্যে রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে এটি পাকিস্তানই ভূপাতিত করেছে; পাইলটকেও জিম্মি করেছে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারত দু:খজনকভাবে একটি মিগ-২১ বিমান হারিয়েছে এবং ওই বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ভারত অবস্থা যাচাই করছে এবং পাকিস্তান যে পাইলটকে আটক করে রাখার দাবি করেছে তা নিশ্চিত করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন জওয়ান নিহত হন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily