স্পোর্টস ডেস্কঃ

টানা তিন ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান।

সোমবার পাকিস্তান আবারও হারিয়েছে ভারতকে। ফতুল্লা স্টেডিয়ামে ৪ উইকেটে জয় পেয়েছে ফাইনালিস্টরা। পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান করে ভারত। জবাবে ১৯তম ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

পাকিস্তানের জয়ের নায়ক অলরাউন্ডার ওমর। ৩ ওভারে মাত্র ১২ রান ব্যয় করে ৩ উইকেট নেন ওমর। এছাড়া নাঈম ও জুব্বার ২টি করে উইকেট পান। ভারতের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২১ রান করেন সন্তোষ। ওপেনার মানজিত ১৬ ও শান্তির ব্যাট থেকে আসে ১২ রান। ১১ রান করেন সামির। ভারত স্কোরবোর্ডে ১৩ রান পায় অতিরিক্ত খাত থেকে।

বোলিংয়ের পর ওমর ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। তার অপরাজিত ৩৮ রানের সুবাদে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে পাকিস্তান। ৩৪ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ইনিংসটি সাজান মিডল অর্ডার ব্যাটসম্যান। ওপেনার বিলাল ইউসুফ ১৮ ও সোহেল ১৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।

বল হাতে ভারতের সেরা বোলার মানজিত। ১৪ রানে ২ উইকেট নেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওমর।

পাকিস্তানের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ভারতও খেলবে বাংলাদেশের বিপক্ষে। ফাইনালে যাওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily