অর্থনীতিঃ
সুন্দর-শোভন বাংলাদেশ সবারই স্বপ্ন। কেমন এবং কীভাবে হবে সেই বাংলাদেশ? এসব জানতে ‘গণমানুষের অর্থনীতিবিদ’ অধ্যপক ড. আবুল বারকাত-এর গ্রন্থটি পড়ুন।

‘গণমানুষের অর্থনীতিবিদ’ অধ্যাপক ড. আবুল বারকাত-এর গ্রন্থটির রচয়িতা ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।

বীর মুক্তিযোদ্ধা এই কৃতি ব্যক্তিত্ব তাঁর লেখায়, ভাবনায় ও মননে আপন স্বাধীন সত্তাকে প্রাধান্য দিয়েছেন
সব সময়।

সমাজ-অর্থনীতি-রাজনীতি বিষয়ে তাঁর অমূল্য গবেষণাগ্রন্থ, প্রবন্ধ, মনোগ্রাফ, অভিসন্দর্ভ, লোকবক্তৃতা সব মিলিয়ে প্রকাশিত মননশীল লেখার সংখ্যা পাঁচ শরও বেশি। তিনি বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি।

আরও জানতে পারবেন নীচের ইউটিউব লিংক থেকে

https://www.youtube.com/watch?v=EOFa0JSJTu8

বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে গ্রন্থটি ড. আবুল বারকাতের বিগত বিশ বছরের নির্মোহ জ্ঞানসাধনা ও নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে রচিত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily