শিশির মোজাম্মেলঃ
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে গত ৫ নভেম্বর, ২০২২ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ইভেন্ট লিডারশিপ সামিটের ষষ্ঠতম আয়োজন।
ইউনাইটেড গ্রুপের প্রযোজনা এবং টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার এবং মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) এর সহযোগিতায় আয়োজিত সামিটের মূল থিম ছিলো ‘টান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং অর্ডিনারি টাইমস।”
দিনব্যাপী সামিটটিতে দেশ এবং বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা এবং নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
আয়োজনটি ৪ টি প্যানেল ডিসকাশন, ৪টি কি নোট সেশন এবং একটি ইনসাইট সেশনের সমন্বয়ে পরিচালিত হয়।
আয়োজনটির শুরুতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, “স্বাধীনতার ৫০ তম বর্ষ উদযাপনের এই সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তীর্ণ হবার কৃতিত্ব অর্জন করেছে।
২০৪১ সালের মধ্যে উন্নত দেশে হবার একটি সাহসী লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দেশের সিনিয়র কর্পোরেট লিডারদের উন্নয়নের ব্যাপারটিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে।
যাতে আমরা আমাদের জাতীয় লক্ষ্যে পৌছুতে সক্ষম হই।”
ভিভিয়েন রিড, ডিরেক্টর, লিডারশিপ ট্রেনার কমপ্লেক্সিবিলিটি পিটিই লিমিটেড, অস্ট্রেলিয়া, আয়োজনটির প্রথম কিনোট সেশনটি পরিচালনা করেন।
তার আলোচনায় তিনি লিডারশিপ বুঝার জন্য সহায়ক সিনফেনিক ফ্রেইমওয়ার্ক নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
ধারাবাহিকভাবে, তওসিফ ইশতিয়াক, পার্টনার, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মালয়েশিয়া; আর গোপালাকৃষ্ণ, সিইও, দ্যা মাইন্ডওয়ার্কস; সাবেক ডিরেক্টর, টাটা সন্স লিমিটেড; লেখক এবং কর্পোরেট এডভাইজর; প্রফেসর রজার লেভারমোর পরবর্তী কি নোট সেশনগুলো পরিচালনা করেন।
আয়োজনটির একমাত্র ইনসাইট সেশন, ‘ইকোনোমিক আউটলুক অব বাংলাদেশ’ সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর সৈয়দ ফেরহাত আনোয়ার, প্রফেসর, ইন্সটিটিউট অব বিজনেজ আডমিনিসট্রেশন (আইবিএ), ইউনিভার্সিটি অব ঢাকা; প্রেসিডেন্ট, এশিয়া মার্কেটিং ফেডারেশন।
এছাড়াও দিনব্যাপী সামিটের বিভিন্ন সেশনের আলোচনায় বাংলাদেশের আসন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ গুলো প্রাসঙ্গিক হয়ে উঠে।
দিনের প্রথম প্যানেল সেশনের আলোচনায় নেতৃত্বের ভবিষ্যৎ প্রসঙ্গে রাসেল টি আহমেদ বলেন, সেমি কন্ডাকটর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা অভাবনীয়। কিন্তু আন্তর্জাতিক আইটি বাজারে প্রবেশের জন্য বাংলাদেশকে আরো ভূমিকা রাখতে হবে।
অন্যদিকে দিনের দ্বিতীয় প্যানেল আলোচনায় স্পিকার কাজী ইনাম আহমেদ লিডারশিপের অন্যতম দক্ষতা হিসেবে অধ্যবসায়কে চিহ্নিত করে বলেন, “ ই দক্ষতাটি বিভিন্ন সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আরো জোরালোভাবে অনুশীলন করা প্রয়োজনীয়।
কেননা অনেক ফার্স্ট জেনারেশন লিডার এবং তাদের প্রতিষ্ঠান সফল হতে পেরেছে অধ্যবসায়ের মাধ্যমে।“
আয়োজনটির অন্যান্য আলোচনায় বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক, পিপল, কালচার এন্ড কমিউনিকেশন সিনিয়র ডিরেক্টর মৌটুশি কবির, বায়োসেলিয়ন এসপিসি, চিফ পিপল অফিসার, লিডারশিপ ট্রেইনার, ম্যানিলা, ফিপিপাইনস; ডিরেক্টর, ফিউচার কনসিডারেশন্স; বেথ ম্যাকডোনাল্ড, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই), ডিরেক্টর আনিস এ আহমেদ; এমসিসিআই প্রেসিডেন্ট, মোঃ সাইফুল ইসলাম, বিজিএমইএ, ভাইস প্রেসিডেন্ট, মিরান আলী;, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ,; ভিজ্যুয়াল আর্টিস্ট; প্রেসিডেন্ট, উইমেন ইন লিডারশিপ (উইল); পরিচালক, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম; নাজিয়া আন্দালিব প্রীমা, , নেসলে বাংলাদেশ লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর দীপল আবেউইক্রমা,; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ; ম্যানেজিং ডিরেক্টর, শেহজাদ মুনিম, চেয়ারপারসন, বিল্ড এবং ফরমার প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যারিস্টার নিহাদ কবির, , ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বাংলাদেশ সিনিয়র কান্ট্রি অফিসার, নুজহাত আনোয়ার, ।
ষষ্ঠ লিডারশিপ সামিটে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম উন্মোচন করে প্রতিষ্ঠানটির নতুন দ্বিমাসিক প্রকাশনা ‘সিএও রিভিউ’।
একইসাথে আয়োজনটিতে ঘোষনা দেওয়া হয় প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগ, লিডারশিপ একাডেমির।
লিডারশিপ সামিটের ২০২২ সমাপ্তির পর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আরেকটি আয়োজন বাংলাদেশ সি-স্যুট এওয়ার্ডস ২০২২ অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের ব্যবসায়িক নেতৃস্থানীয় ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবারের লিডারশিপ সামিটের প্রযোজনায় ছিলো ইউনাইটেড গ্রুপ এবং সহযোগিতায় ছিলো টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার এবং মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)।
এছাড়াও সহায়তায় ছিলো বেক্সিমকো ফার্মা। ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার-মাইন্ড ম্যাপার বাংলাদেশ, নলেজ পার্টনার- মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার- বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড), টেকনোলজি পার্টনার- আমরা টেকনোলজিস লিমিটেড, পিআর পার্টনার-ব্যাকপেজ পিআর, একাডেমিয়া পার্টনার – লিডারশিপ একাডেমি।
-শিশির