সারাদেশঃ
নরসিংদীর রায়পুরায় বিয়ে করা কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

২৭ নভেম্বর, শুক্রবার দুপুরে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দশম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর সঙ্গে ছয় মাস আগে শাকিলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে নিয়ে আসেন শাকিল। সেখানে গেলে কাজী ডেকে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে বসিয়ে রাখা হয়।

আরো জানায়, এরপর রাতে স্পিড ক্যানের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুণী বাঁচার জন্য চিৎকার করলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকে রাখা হয়। এ ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ছেড়ে চলে যান শাকিল। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, মামলার আসামি ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily