১। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক) নীরধি
খ) বিটপী
২। subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
ক) চেতনাহীন
খ) অবচেতন
৩। কোনটি ইংরেজি শব্দ ?
ক) কমা
খ) পিস্তল
৪। ‘শূন্য পুরাণ’ রচনা করেছেন-
ক) বিজয় গুপ্ত
খ) রামাই পণ্ডিত
৫। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক) অনাবৃষ্টি
খ) পরিশ্রান্ত
৬। পালামৌ ভ্রমন কাহিনীটি কার রচনা ?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
৭। আলোছায়া পদটি কোন সমাসের অন্তর্গত ?
ক) দ্বন্দ্ব সমাস
খ) কর্মধারায় সমাস
৮। কোনটি সাধিত শব্দ নয় ?
ক) পানসা
খ) গোলাপ
৯। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস ?
ক) ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
১০। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
ক) পদ্মগোখরা
খ) পদ্মাপুরান
১১। আনোয়ারা গ্রন্থটি কার রচনা ?
ক) কাজী এমদাদুল হক
খ) মোহাম্মদ নজিবর রহমান
১২। বীরবল ছদ্মনামে কে লিখতেন ?
ক) প্রমথ চৌধুরী
খ) মুনীর চৌধুরী
১৩। কোনটি শুদ্ধ বানান ?
ক) আকাঙ্ক্ষা
খ) আকাংক্ষা
১৪। কোনটি বাতাস শব্দের সমার্থক নয় ?
ক) পাবক
খ) অনিল
১৫। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?
ক) অক্ষর
খ) ধ্বনি
সঠিক উত্তর – ১-খ, ২-খ , ৩-ক, ৪-খ, ৫-ক, ৬-খ, ৭-ক,৮-খ, ৯-খ, ১০-ক, ১১-খ, ১২-ক, ১৩-ক, ১৪-ক, ১৫-খ
Z.H