বিসিএস বিশেষ প্রস্তুতি ৭ :

১। পূর্ব তিমুরের রাজধানী কোথায় ?

ক) দিলি

খ) লাসা

২। নোবেল পুরস্কার বিজয়ী ‘ তাওয়াক্কুল কারমান ‘ কোন দেশের নাগরিক ?

ক) ইয়েমেন

খ) তুরস্ক

৩। আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি ?

ক) মিগ চালিত

খ) বোমারু বিমান চালিত

৪। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি ?

ক) সুয়েজ খাল

খ) পানামা খাল

৫। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ?

ক) ডেনমার্ক

খ) সুইডেন

৬। ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত ?

ক) চীন

খ) ব্রিটেন

৭। ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা ?

ক) চীন

খ) রাশিয়া

৮। অপটিক্যাল ফাইবার হচ্ছে-

ক) খুব স্রু এসবেস্টাস ফাইবার নল

খ) খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল

৯। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-

ক) সিসমোগ্রাফ

খ) ক্রনোমিটার

১০। প্রবল জোয়ারের কারন, যখন-

ক) সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় থাকে

খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে

১১। কোলেস্টেরল এক ধরনের –

ক) অসম্পৃক্ত এলকোহল

খ) পলিমার

১২। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-

ক) মাটির অম্লতা বৃদ্ধির জন্য

খ) মাটির অম্লতা হ্রাসের জন্য

১৩। কোন আলোক তরঙ্গে মানব চোখ দেখতে পায় ?

ক) ৪০০ থেকে ৭০০ নে.মি

খ) ১০০ মাইক্রো মিটার থেকে ১ মি

১৪। হীরক উজ্জ্বল দেখার কারন-

ক) অপবর্তনের জন্য

খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

১৫। মানব দেহে সাধারণ ভাবে ক্রোমোজোম থাকে –

ক) ২৩ জোড়া

খ) ২২ জোড়া

সঠিক উত্তর- ১-ক, ২,ক, ৩-খ, ৪-খ, ৫-ক, ৬-ক, ৭-খ, ৮-খ, ৯-খ, ১০-ক, ১১-ক, ১২-খ, ১৩-ক, ১৪-খ, ১৫-ক  

Z.H

FacebookTwitter