অনলাইনঃ
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডালিম (২১) ও মোবারক (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা দুই পথচারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

রডবোঝাই ট্রাকটি বিমানবন্দর সড়ক দিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। বিমানবন্দর চত্বরের কাছে আর্ম পুলিশের তল্লাশি চৌকির সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক দ্বীপে গিয়ে ধাক্কা লাগে।

ট্রাকটি জব্দ এবং চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily