অনলাইনঃ
উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমানের পাখায় আগুন ধরে গেলেও পাইলটের দৃঢ়তায় রক্ষা পেয়েছে ২৪১ জনের প্রাণ।
গত ২০ ফেব্রুয়ারি, শনিবার দেশটির কলোরাডোর ডেনভারের বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বোয়িং-৭৭৭-২০০ বিমানটি দুর্ঘটনায় পড়ে।
জানা গেছে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি কলোরাডো থেকে হাওয়াইয়ের রাজধানী হনুলুলুর উদ্দেশ্যে ২৩১ জন যাত্রী ও ১০ জন ক্রুসহ রওয়ানা হয়। মাত্র বিশ মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পড়ে বিমানটি। যখন সেটি ১৫ হাজার ফুট উঁচুতে তখনই এর পাখায় থাকা একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।
অনবরত ধোঁয়া বের হওয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাদের সেই আতঙ্ক আরো বাড়িয়ে বিমানটির বেশি কিছু যন্ত্রাংশ খসে পড়তে থাকে। যাত্রীরা যখন মৃত্যুর ক্ষণ গুণছিলেন তখনই পাইলটের দৃঢ়তায় রক্ষা পান তারা। জরুরিভাবে বিমানটিকে ফের ডেনভার বিমানবন্দরেই সফলভাবে অবতরণ করেন পাইলট।
তবে এ সময় যাত্রী-ক্রু কারোই কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে যাত্রীদের অপর একটি ফ্লাইটে গন্তব্যে নেয়া হয়।
-ডিকে